তা-আউজে আছে আশ্রয়ের জন্য প্রার্থনা এবং তাস্মিয়াতে আশ্রয় লাভের পরবর্তী অবস্থা। আশ্রয়-প্রার্থী এখন আমিত্ব ত্যাগ করিয়া আশ্রয় প্রাপ্ত হইয়াছে, তাই এখন সে আল্লহর নামের অর্থাৎ গুনের সহযোগী হইয়াছে যিনি রহমান ও রহিম। আমিত্বের সমর্পণ করা সত্বেও দুনিয়া হইতে এখনও মুক্ত হইতে পারে নাই এমন ব্যক্তির জন্য তিনি রহমান। অপরপক্ষে যে ব্যক্তি আমিত্বের বন্ধন মুক্ত হইয়াছেন তাহার জন্য তিনি রহিম।